সাইফুল ইসলাম রিয়াদঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয়।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ২ টা চাটখিল আলিয়া মাদ্রাসা ও বড় মসজিদের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি পালিত হওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু সকাল থেকে পুলিশ ওই স্থানে অবস্থান করছে। জোহরের নামাজের পর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীদের সাথে দস্তা দোস্তি হলে একপর্যায়ে পুলিশ অ্যাকশনে গেলে বিএনপি নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ তাদেরকে ছত্র ভঙ্গ করে দেয়।
পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষিপ্ত নেতাকর্মীরা একত্রিত হয়ে পুলিশি বাধায় ডিঙিয়ে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদলকোট রোডে সেন্টার পয়েন্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে দিনের কার্যক্রম শেষ করেন।
এ সময় মামুনুর রশিদ মামুন বলেন, তারেক রহমানের নেতৃত্বে ১০ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহাজাহান রানা, পৌরসভা আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, যুগ্ম-আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আনিছ আহমেদ হানিফ, শাহ্ জাহান সাজু, নূর নবী, সদস্য নূরুল হুদা পিন্টু, নুর নবী চৌধুরী, যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ভিপি ওমর ফারুক, ওমর ফারুক, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, শ্রমিকদলের আহ্বায়ক আলী আজম দুলাল, সদস্য সচিব হাজী মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, সদস্য সচিব শাকিল সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।