সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি তোলার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর আগে, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হিমালয় পরিবহন নামে এক পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল রায় নোয়াখালীর বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল উপজেলাধীন নুরুল হকের ছেলে বেল্লাল হোসেন ওরফে টলি বেল্লাল দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করে আসছিল। এই অবৈধ ভাবে প্রকাশ্যে ফসলি জমির মাটি কাটার কারনে কৃষি জমি পুকুর-ডোবায় পরিনত হচ্ছে যার ফলে দিন দিন ফসলের উৎপাদন কমছে, এবং বেকার হচ্ছে কৃষক, সেই সাথে দূষিত হচ্ছে পরিবেশ। মাটি পরিবহনে ভারী ট্রাক ব্যবহারে উপজেলার সড়ক গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে চাটখিল উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল রায় নোয়াখালীর বার্তাকে বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে বেল্লাল হোসেন নামের এজ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঈদকে পুঁজি করে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হিমালয় পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা চাটখিল উপজেলা প্রশাসন কৃষি জমি ও সাধারণ জনগণের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।