নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুকের লন্ডন প্রবাসী ছেলের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ করেছে প্রার্থী। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৫টায় তিনি এই অভিযোগ করেন।
প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক অভিযোগ করে বলেন, তার ছেলে মোহাম্মদ আব্দুর রহমান রাহী লন্ডন প্রবাসী। কিন্তু তার আরেক ছেলে উপজেলার শ্রীনগর কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখে তার ভাইয়ের ভোট গ্রহণ করা হয়েছে মর্মে সহকারী প্রিজাইডিং অফিসার নামের উপর টিক চিহ্ন দিয়ে রেখেছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান এই প্রার্থী।
এছাড়া তিনি নোয়াখালী-১ আসনে ভোট নিয়ে অনেকগুলো অভিযোগ করেন। তিনি বলেন, ‘একই ভোটার বার বার ভোট দিয়েছেন। এজন্য ভোটারদের হাতের বিভিন্নভাবে অমোছনীয় কালি উঠাতে দেখেছেন তারা। প্রতিবারই নতুন নতুন ধাছে নির্বাচন করা হয়। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে। আমরা নতুন সংস্কৃতি পেলাম। যেটা পেলাম। কেন্দ্র দখল হয়নি, জাল ভোটের এক মহোৎসব হয়েছে। জাল ভোট নতুন তরিকায় হয়েছে। কোন বাঁধা নেই।