সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিল রোববার (২৬ মে) ভোরে এক ইউপি মেম্বারকে কুপিয়ে জনগণের পাল্টা হামলায় গণপিটুনিতে নিহত হয়ছে এক তরুণ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ মে) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ওমর ফারুক পাটোয়ারীর উপর সকাল আনুমানিক সাড়ে ৫টার সময় হামলা করে স্থানীয় এক তরুণ। এসময় তিনি নোয়াখলা ইউনিয়নের পাঠান বাড়ি মাদরাসার পাশের বাসায় অবস্থান করছিলেন। এতে মারত্মকভাবে আহত হন ইউপি মেম্বার ফারুক। এসময় মেম্বারকে বাঁচাতে গিয়ে সালেহ আহমাদ খান নামের আরেক তরুণও আহত হয়।
এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত বিক্কির বাড়ির বাবুলের সন্তান আহাদকে (১৯) ধরে গণপিটুনি দেয়। এতে আহাদ ঘটনাস্থলেই নিহত হয়।
আহত মেম্বার ফারুক পাটোয়ারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং আহত আরেকজন সালেহ আহমাদ খানকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক তরুণ জানান, 'ঠিক কী কারণে মেম্বারের উপর এই হামলা করা হয়েছে, তা স্পষ্টকরে বলতে পারছি না। তবে এলাকার মেম্বার হিসেবে নিহত আহাদের বিভিন্ন ঝামেলার মীমাংসা করেছেন তিনি। সে বিষয়ে তার কোনো ক্ষোভ আছে কিনা, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে ন।'
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, 'আমরা খবর পেয়ে গণপিটুনিতে নিহত আহাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।