নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিলে কমমূল্যে বিভিন্ন সবজি বিক্রয় করার কারণে বাজারের কিছু সবজি ব্যবসায়ী ও সিন্ডিকেট কারীরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ জুন) উপজেলার পৌরবাজারে এই ঘটনা ঘটে।
হামলার শিকার সবজি ব্যবসায়ী দেলোয়ার হোসেন পলাশ অভিযোগ করে বলেন, ‘দুপুরের আগে বাজারের ২০ থেকে ২৫ জন সবজি ব্যবসায়ী আমাদের ওপর হামলা করেন। তারা আমাদের একটি ভ্যানে হামলা করে । আমরা কেন কম মূল্যে সবজি বিক্রয় করি; এজন্য আমাদেরকে গালমন্দ করে আমাদের মালামাল ছুড়ে ফেলে। এতে আমাদের সবজিও নষ্ট হয়। আমাদের ড্রাইভার তাদের এসব কর্মকাণ্ড মোবাইলে ভিডিও করতে গেলে তালে কিল ঘুষি মারে। আমরা ইউএনওর কাছে গিয়ে বিকেলে অভিযোগ করে এসেছি।’
স্থানীয়রা জানান, গত ৭-৮ মাস ধরে ভ্যান, পিকাপ এবং অস্থায়ীভাবে বিভিন্নস্থানে বসে এ ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সবজি বাজারের খুচরা মূল্যের চেয়ে অনেকটা কম মূল্যে বিক্রয় করে আসছেন। যে কারণে কাঁচা বাজারের ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো সবজির মূল্য বাড়াতে পারেনি এবং দাম অনেকটাই স্বাভাবিক ছিল।
স্থানীয় চাটখিল পৌরবাবাজারের সাধারণ ক্রেতারা বলেন, ‘ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে আমরা বাজার থেকে গত মাসগুলোতে কম মূল্যে সবজি কিনে খেয়েছি। স্থানীয় সিন্ডিকেট কারীরা হয়তো এটা মেনে নিতে পারছেন না। আমরা ন্যায় বিচার চাই।'
চাটখিল পৌরবাজারের সভাপতি ও চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন বলেন, ‘আমি অভিযোগ না পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। তবে বাজারের ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরকে বাজারে এসে দোকানঘরে বসে ব্যবসা করার অনুরোধ করতে সেখানে গিয়েছিলেন বলে আমাকে জানিয়েছেন। তাদের কারো কোনো অভিযোগ থাকলে বাজারের দায়িত্বে যারা আছেন, তাদের কাছে বলতে পারত। বাজারের দায়িত্বশীলরা ব্যবস্থা নিত।’