সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিলে উপজেলা ও পৌরসভার অর্থনৈতিক শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১০ টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে অর্থনৈতিক শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী নজরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী সহ চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি।
কমিটির সভাপতি শেখ এহসান উদ্দীন বলেন দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের সময় সঠিক তথ্য-উপাত্ত একান্ত প্রয়োজন। দেশের অর্থনীতি নিয়ে সঠিক ও বাস্তবসম্মত তথ্য-উপাত্ত সংগ্রহে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। শুমারিকালে তথ্য সংগ্রহে নিয়োজিতদের কাছে ছকঅনুযায়ী সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে শুমারি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে তথ্য প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ভীতি দূর হবে।
উল্লেখ্য অর্থনৈতিক শুমারি মূল কার্যক্রম আগামী ১০ই ডিসেম্বর শুরু হয়ে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে। তারি ধারাবাহিকতায় চাটখিল উপজেলায় ১১১ জন অর্থনৈতিক শুমারি কর্মী পুরো উপজেলার অর্থনৈতিক তথ্য সংগ্রহ করবে।