সাইফুল ইসলাম রিয়াদ: জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য বিগত বছর জেন-জি বাংলাদেশে কোন ছাত্র রাজনীতি প্রত্যক্ষ করেনি। তারা (দেখেছে) হেলমেট লীগ একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা বিকৃত ইতিহাস চর্চা করেছিল এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম প্রত্যক্ষ করেছে। যার জন্য ছাত্রলীগ শুধুমাত্র তার নিজেদের ক্ষতি করে পালিয়ে গেছে এরকম না। তারা সমগ্র ছাত্র রাজনীতির জন্য একটি কালিমা লেপন করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এজিএস জাহাঙ্গীর খান রাসেল, সোনাপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সজীব রহমান সজীব প্রমুখ।
তিনি আরো বলেন, 'বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি গৌরবময় ইতিহাস আছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং পরবর্তী ১৯৭১ এর মহান স্বাধীনতা। স্বৈরাচার বিরোধী/এরশাদ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার খুনি হাসিনা যে আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশের ছাত্র সমাজের একটি বিশাল ভূমিকা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতির মান উন্নয়নে এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিচ্ছে।'
মতবিনিময় সভায় বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কী কী করতে পারে; তার সংক্ষিপ্ত ধারণা প্রদান করার পাশাপাশি বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে।'
ছাত্রদল যদি কোন অন্যায় অনিয়মের সাথে সম্পৃক্ত হয় তাহলে ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, 'ছাত্র জনতা দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই ছাত্র জনতা কখনো আর কাউকে স্বৈরাচারের পরিণত হতে দিবে না।' এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নোয়াখালীর চাটখিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলটি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।