সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি ঢাকা শাহাজালাল ট্রাভেল এন্ড ট্যুর (হজ্জ লাইসেন্স ৭৩৪) এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ এপ্রিল চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্ট হল রুমে এই হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া শতাধিক হজ্জ যাত্রীদের কে ধর্মীয় দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।’
ঢাকা শাহাজালাল ট্রাভেল এন্ড ট্যুর এর স্বত্বাধিকারী মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, পরিচালক মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন হাসান, হাটহাজারী মাদ্রাসার মুফতী সাইফ উদ্দিন গাজি, জামেয়া ওসমানীয়া মাদ্রাসার মুফতী খলিলুর রহনান, দক্ষিণ ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমদ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে হজ যাত্রী দেরকে টলি ব্যাগ সহ হজ্জের বিভিন্ন সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।