সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিলের ঢাকা শাহ্জালাল ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ আয়োজনে হজ্জ পুনর্মিলন ও হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাটখিল পৌর বাজারের স্কাই ভিউ চাইনিজ হল রুমে এই হজ্জ পুনর্মিলন ও হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা শাহ্জালাল ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচালক শিহাব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আল-মা'হাদুল আ'লী লিল ফিকহি ফিদদীন মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতী সাইফুদ্দিন গাজি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ওসমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ও হিরাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রাকিব উদ্দিন, চাটখিলকে কালিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন কামালপুর মোহাম্মদ হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম গোলাম মোস্তফা বিএসসি প্রমুখ।