নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নোয়াখালীর বার্তা'র সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ এর বিরুদ্ধে করা দেওয়ানবাগী শাহ সুফিয়ান মিথ্যা মামলা থেকে খালাস দিয়েছে আদালত।
২৯ সেপ্টেম্বর সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালতের বিচার মুহাম্মদ সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায় গত ২৭ জুন ২০২১ তারিখে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ এনে আবুল কালাম গং এর বিরুদ্ধে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের আবদুল মজিদ মেম্বারের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী আলী হোসেন স্ত্রী ও সন্তানরা।
আর এই সংবাদটি কভার করে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ সহ বেশ কয়েকজন সাংবাদিক, তখন আবুল কালামের ছেলে দেওয়ানবাগী শাহ সুফিয়ান নিজেকে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ সহ সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের অর্থের প্রলোভন দেখিয়ে নিউজ করা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু সাংবাদিকেরা আদালতের নির্দেশনা অমান্যের বিষয় সত্যতা পেয়ে সংবাদ সম্মেলনের সংবাদটি প্রচার করে আর এতে ক্ষিপ্ত হয়ে দেওয়ানবাগী শাহ সুফিয়ান ২৯ জুন ২০২১ তারিখে একটি মিথ্যা মামলা (দায়রা ৩৩৮/২২) দায়ের করে।
আইনজীবী হুমায়ুন কবির শিশির বিষয়টি নিশ্চিত করে বলেন মামলাটির দীর্ঘদিন বিচার কার্য শেষে মাননীয় আদালতের কাছে মামলাটি মিথ্যা ও ভুয়া বিবেচিত হওয়ায় আদালত সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদকে খালাস প্রদান করেন।
নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আলী শহীদ বিষয়টি নিশ্চিত করেন।