সাইফুল ইসলাম রিয়াদ: আধুনিক মানসম্মত উন্নত স্বাস্থ্যসেবায়, সঠিক রোগ নির্ণয় ও নির্ভূল রিপোর্ট প্রদানে অঙ্গীকার নিয়ে জাঁকজমক পূর্ণভাবে নোয়াখালীর চাটখিলে পৌর সহরের বদলকোট রোডে চাটখিল ইউনাইটেড হাসপাতাল প্রাইভেট এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
বুধবার দুপুর ১২ ঘটিকায় হাসপাতাল ভবনে এই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালে চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর মোঃ মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, নোয়াখালী বিএমএ'র সভাপতি ডা: এম এ নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সামসুল আরেফিন শামিম, চাটখিল উপজেলা প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল এন্ড অনার্স এসোসিয়েশনের আহবায়ক রহমত উল্লাহ, সদস্য সচিব মাসুদ আলম প্রমুখ।