নোয়াখালীর বার্তা ডটকম: ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা না হলে কঠোর ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচির আওতায় সড়ক, রেল, রেমিট্যান্স প্রবাহ, শিল্প-কারখানা এবং সরকারি অফিস সম্পূর্ণরূপে অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
জহিরুল ইসলাম বলেন, নোয়াখালী জেলা ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর প্রায় দেড় কোটি মানুষের। তাই
অবিলম্বে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বাবর, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, সদস্য বেল্লাল হোসেন নাঈম ও ফরিদ খান প্রমুখ। সভায় উপস্থিত সকলে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার পক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেন।