নোয়াখালীর বার্তা ডটকম: “ক্রীড়াকে ভালোবাসি, মাদককে না বলি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার জনতা বাজার ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আনিস আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান।
চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফের পৃষ্ঠপোষকতায়, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য মজিবুল হক, আবদুস সালাম, ডা: মনির আহমেদ ফারুক, মোহাম্মদ পুর জনতা বাজার কমিটির সভাপতি মিরাজ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক নুর নবী চৌধুরী, সেলিম বিএসসি, আবদুর রহিম গাজী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, সাংবাদিক বেলাল হোসেন নাঈমসহ টুর্নামেন্ট কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় হোসেনপুর লায়ন স্টার ও রামগঞ্জ সানরাইজ একাডেমি মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই খেলায় হোসেনপুর লায়ন স্টার টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় লাভ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
চ্যাম্পিয়ন হোসেনপুর লায়ন স্টার প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫০ হাজার টাকা ও ট্রফি, রানারআপ রামগঞ্জ সানরাইজ একাডেমি পেয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি।
টুর্নামেন্টের সমাপ্তির প্রতিক্রিয়ায় আয়োজক কমিটির সদস্য আরমান হোসেন মোল্লা এবং মাসুদ আলম মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষ থেকে সকল দর্শক, অতিথি ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।