সাইফুল ইসলাম রিয়াদ:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর চাটখিলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার জুমার নামাজের পর চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) মাঠে থেকে ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামীলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ এ কর্মসূচি শুরু করে চাটখিল উপজেলার ছাত্রসমাজ।
এক কাতারে চাটখিলের রাজপথে নেমে এসেছে ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি সহ সাধারণ ছাত্র জনতা। মিছিলটি চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনিতাশ ফিলিং স্টেশবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা উত্তর সাবেক সভাপতি আরিফুর রহমান, এনসিপির চাটখিল উপজেলা আহ্বায়ক গোলাপ হোসেন ফরহাদ, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শান্ত, ছাত্রশিবিরের চাটখিল পৌরসভা সভাপতি ইয়াসিন আরাফাত, সমাপনী বক্তব্য রাখে এনসিপি নেতা রফিকুল ইসলাম রনি।