চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে প্রবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের ফতেপুর বাইতুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী ও দাম্মাম জাতীয়তাবাদী বিএনপি যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সোলেমানের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুসল্লিগণ। উপস্থিত বক্তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনাসহ দেশ ও জনগণের জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।