সাইফুল ইসলাম রিয়াদ: পোস্টাল ব্যালটে ভোটপ্রদান ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভা চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান। চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল–এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ।
সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিয়মাবলি, ভোটার হওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গণভোট–২০২৬ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,
“ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা কোনো কারণে সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সবাইকে নির্ধারিত নিয়ম মেনে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।