চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে আমেরিকা ও ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী মনোয়ারুল ইসলাম বাপ্পি ও ইতালি প্রবাসী মিনহাজ মাহমুদ বাবুর (ভিঙ্গুর বাড়ি) বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং বিদ্যুৎ ও ইন্টারনেটসহ সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর ডাকাত দলটি বাড়ির চারদিকে অবস্থান নেয়। এ সময় তারা বাড়িতে স্থাপিত ৭টি সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ডাকাতির চেষ্টা চলাকালে বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থানরত নারীরা আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। এ সময় ডাকাতরা নারীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয় এবং ফোনে কাউকে জানানো বা থানায় খবর দিলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আমেরিকা প্রবাসী মনোয়ারুল ইসলাম বাপ্পি মুঠোফোনে সাংবাদিকদের জানান, ঘটনার সময় পরিকল্পিতভাবে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে—ওয়াইফাই সংযোগের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তিনি আরও বলেন, “আমাদের পরিবারের সদস্যরা বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।” তিনি জানান, এ ঘটনায় চাটখিল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
তাদের ধারণা, পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তাদের বাড়িতে হামলা ও ডাকাতির চেষ্টা চালানো হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।