চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল শিশু-কিশোর এন্ড স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ৮ জানুয়ারি “চাটখিলে আবারো তিথি আজিজের ভুল চিকিৎসার প্রসূতি মায়ের মৃত্যু, তিন লক্ষ টাকায় ধামাচাপা” শিরোনামে প্রচারিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করা হয়। কর্তৃপক্ষ জানায়, কোনো তদন্ত বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ছাড়াই এ সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিবিরোধী।
বিবৃতিতে বলা হয়, উক্ত সংবাদে হাসপাতাল ও চিকিৎসক ডা. তিথি আজিজের বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। বিশেষ করে “টাকার বিনিময়ে ধামাচাপা” সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ কল্পিত এবং রোগীর পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।