ফেনী সংবাদ | তারিখঃ December 7th, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 28169 বার
বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, গত পাঁচ বছরে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সম্পদ ও আয় বেড়েছে অন্তত ৮ গুণ। আর স্ত্রী নুরজাহান বেগম নাসরিনের সম্পদ বেড়েছে প্রায় ১০ গুণ। হলফনামা অনুযায়ী আয় ও সম্পদ মিলে নিজাম হাজারী প্রায় ৩১ কোটি টাকার মালিক। অপরদিকে স্ত্রীর রয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি। দশম সংসদ নির্বাচনের হলফনামায় নিজাম হাজারীর আয়সহ সম্পদ ছিল সাড়ে তিন কোটি টাকার বেশি। অপরদিকে স্ত্রীর ছিল ৮০ লাখ টাকার বেশি। আয় ও সম্পদের বিপরীতে নিজাম হাজারীর ব্যাংক ঋণ আছে মাত্র কোটি টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়ন পত্রের সঙ্গে হলফনামায় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পেশা হিসেবে উল্লেখ করেছেন মৎস্য ব্যবসা (স্নিগ্ধা ফিশারিজ এন্ড হ্যাচারি)।
Leave a Reply