নোয়াখালী সংবাদ | তারিখঃ December 9th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 188 বার
নোয়াখালী বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ওই নির্বাচন হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের এক চিঠিতে স্থগিতের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন।
তিনি বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে চাটখিল উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত প্রদান করেছেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ ধাপে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১৮ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply