নোয়াখালীর বার্তা ডটকমঃ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের সাঁতের দিঘীর পাড় ফোরকানিয়া ও নূরানী জুনিয়র দাখিল মাদ্রাসার জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে কোন প্রতিকার না পেয়ে মাদ্রাসা কমিটির পক্ষে সহ-সভাপতি ইসলাম মোঃ সামছুল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর ভিন্ন ভিন্ন ভাবে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে থেকে জানা যায়, ওই মাদ্রাসার পাশের্বর বাড়ীর মোঃ কবির ও গোলাম মোস্তফা মাদ্রাসার জমি জোর পূর্বক দখল করে ভবন নির্মান করছে। এ ব্যাপারে আদালতে মামলা ও ভবন নির্মানে ১৪৪ ধারা জারি থাকলেও সে আদালতের নির্দেশ অমান্য করে কবির ও গোলাম মোস্তফা মাদ্রাসার জমিতে ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগ উঠেছে ভবন নির্মানে নিষেধাজ্ঞা রক্ষার্থে থানা পুলিশের অসহযেমোগীতারও।
এ ব্যপারে সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশের সাব ইন্সপেক্টর জাকির হোসেন বলছেন তারা ভবন নির্মান ঠেকাতে সর্বোচ্ছ চেষ্টা করছেন।
এলাকাবাসী তাদের এলাকার দ্বীনি শিক্ষার সুতিকাঘার মাদ্রাসাটির জমি রক্ষার জন্য প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করছে।