নোয়াখালী সংবাদ | তারিখঃ February 28th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 8500 বার

নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার শাহরিয়ার রুমেল (৩৪) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি শাহরিয়ার উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা।
এর আগে গোপন সংবাদে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ওই বাসা থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, গ্রেপ্তার শাহরিয়ার একজন ডাকাত দলের সদস্য। সে মাদকের সাথেও জড়িত। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply