নোয়াখালী সংবাদ | তারিখঃ November 14th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6087 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেলে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স ও নেফ্রোলজি বিভাগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নোয়াখালী-৪ আসনের সাংসদ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী এবং সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন এ কমপ্লেক্সের উদ্বোধন করেন।
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের প্রধান, ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্যোক্তা, নোয়াখালী জেলা সচিবের সভাপতি ফজলে এলাহী খান এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান, সিভিল সার্জন মাছুম ইফতেখার, জেলা সচিবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, কিডনি রোগে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে কিডনি ডায়ালাইসিস ইউনিটের সঙ্গে ১৬ শয্যাবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মডেল কিডনি ওয়ার্ড, হেপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদের জন্য ডেডিকেড ডায়ালাইসিস ইউনিট, অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব, মিনি ওটি ও কিডনি রোগীদের স্পেশাল কেয়ার ইউনিট সংযোজন করে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সে রূপান্তর করা হয়।
Leave a Reply