নোয়াখালী সংবাদ | তারিখঃ December 8th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 172 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনি ইউনিয়নে অভিযান চালিয়ে মো. বাবুল প্রকাশ বাবুল কামার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে হরনি ইউনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল প্রকাশ বাবুল কামারের বাড়ি দ্বীপ উপজেলা হাতিয়ার হরনি ইউনিয়নের নবীনগর গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদে র্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি দল হাতিয়ার নবীনগর গ্রামের বাবুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে নিজ ঘর থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে ওইঘর থেকে একটি ট্রিগার ও ট্রিগার গার্ড বিহীন পাইপগান, দুটি এলজি, দশটি কিরিচ, বিশটি রকেট প্যারাসুট ফ্লেয়ারস উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বুধবার দুপুরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার সন্ত্রাসী বাবুল কামারের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply