নোয়াখালী সংবাদ | তারিখঃ July 27th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 8641 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন থেকে সুমন (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
সোমবার দুপুরে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটককৃত রোহিঙ্গা যুবককে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সে বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমানের ছেলে।
জানা গেছে, রবিবার রাতে একটি ট্রাকযোগে কক্সবাজারের টেকনাফের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে সুবর্ণচরের চরক্লার্কের বাংলাবাজারে আসে সুমন। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সুমন রোহিঙ্গা নিশ্চিত হয়ে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
Leave a Reply