নোয়াখালী সংবাদ | তারিখঃ August 9th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 5326 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সুজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার বগাদিয়া এলাকার হারিছ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের হ্যান্ডট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন সুজন। এসময় চৌমুহনীমুখী উপকূল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সুজনের ট্রাক্টরটিকে চাপা দিলে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হ্যান্ডট্রাক্টর চালক সুজনের মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply