নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরে পরিবহন করায় ৬ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) সরোয়ার সালাম ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, বুধবার সকালে হাতিয়ার চরগাসিয়া গ্রামের ৩ জেলেকে ১৬ পিস ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার আফাজিয়া বাজারে আটক করে নৌ পুলিশ। একই দিন কোস্টগার্ড উপজেলার তমরদ্দি মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ১৫ পিস ইলিশসহ ৩ জনকে আটক করে।

পরে হাতিয়া উপজেলা কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালামের আদালতে হাজির করলে এ অর্থদণ্ডাদেশ দেয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন হাতিয়া নৌ পুলিশ ও হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় সরকার হাতিয়াসহ উপকূলীয় ২০টি জেলায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।