সাইফুল ইসলাম রিয়াদ: সড়কে নিরাপদ যাত্রা নিশ্চয়তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চাটখিল উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দ্বি প্রহরে চাটখিল বাজার এলাকায় ঢাকা রামগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেছেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান।

এসময় সময় গাড়ির ফিটনেসের কাগজপত্র নবায়ন না করায় তিনটি বাস কোম্পানিকে (জননী, হিমালয়, আল বারাকা) ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই জন সিএনজি চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ঢাকাগামী বাসসমূহের ভাড়া ৫০০ টাকা নির্ধারন করে দিয়ে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালকে সহযোগিতা করেন বিআরটিএর ইন্সপেক্টর মাহাবুব রাব্বানী ও চাটখিল থানা পুলিশ।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান বলেন, সড়কে নিরাপদ যাত্রায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।