প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ
৩১ শে আগষ্ট ২০১৯ইং, অনলাইন পত্রিকা দৈনিক চাটখিলের খবর ডট কম এর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশিত “চাটখিল স্কয়ার হাসপাতালে তিনটি শিশুর মৃত্যু” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। সংবাদের বিভিন্ন অংশে আমাদের জড়িয়ে যেসব তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছে তা অসত্য, মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা হলো গত ২৪শে আগষ্ট ২০১৯ইং তারিখে তিনটি শিশু ডাঃ মিজানুর রহমান কে দেখানো হয়। তিনটি শিশু ছিল অপরিনত ও খুব কম ওজনের। বাচ্চাদের অবস্থা খারাপ থাকায় তিনি ভর্তির কথা বললেও অভিভাবক ভর্তিতে রাজী না হওয়ার তিনি ঔষধ প্রেসক্রাইব করে দেন। বাচ্চাদের মা ২৭শে আগষ্ট ২০১৯ইং তারিখে ডাক্তার সাহেবকে ফোন করে বলেন বাচ্চাদের অবস্থা কিছুটা উন্নত হলেও এখন আবার খারাপ। তাই ডাক্তার তাদেরকে ভর্তি হবার জন্য বলেন। কিন্তু অভিভাবকরা তাদের সেদিন না এনে ২৮ শে আগষ্ট সন্ধ্যায় ডাক্তারের কাছে আবার নিয়ে আসেন। এই একদিনে বাচ্চা আরো খারাপ অবস্থা হয়ে যায় ও তারা সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়।

ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বললে তারা আর্থিক সমস্যা দেখিয়ে এখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর সেপটিসেমিয়ার চিকিৎসা প্রদান করা হয়। পরে বাচ্চাদের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা বার বার বলা স্বত্ত্বেও অভিভাবকরা গাফিলতি করতে থাকেন। তাদেরকে রাত ৯টায় রেফার করা হয়। কিন্তু তারা তারপরও একটি শিশু মারা যায়। এরপর তার আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতে করতে রাত ৪টার সময় বাকী দুটি শিশু জীবিত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রওনা দিয়ে চলে যান।

মোঃ মাসুদ আলম
ব্যবস্থাপনা পরিচালক
চাটখিল স্কয়ার হসপিটাল