
সাইফুল ইসলাম রিয়াদ: হাদীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া এবং বিজয়ের মাস উপলক্ষে দেশের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতিকের প্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) চাটখিলে আয়োজিত একাধিক কর্মসূচির মাধ্যমে এই প্রচারণার শুরু হয়।
কর্মসূচির শুরুতে গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন করা হয়। এরপর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিনি সাধারণ মানুষের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেন। পরে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও খেজুর বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় ব্যারিস্টার ওমর ফারুক বলেন, “ভারতীয় আগ্রাসনকে ভেঙ্গে, ৫৪ বছরের বাজে বন্দোবস্ত ভেঙ্গে আমরা যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছি, তা আংশিক বাস্তবায়ন হয়েছে মাত্র। হাদী আগ্রাসন বিরোধী শক্তির সেনাপতি। সেই সেনাপতিকে নিঃশেষ করে দিলে আবার সেই পুরোনো বাজে বন্দোবস্তে ফেরত যেতে পারবে। সেই বিশ্বাসে তাকে গুলি করা হয়েছে। হাদীর পক্ষে আজ সমগ্র বাংলাদেশ দাড়িয়েছে।”
তিনি আরো বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে না। যখন পুলিশের অস্ত্র কোমরে থাকে, তখন সন্ত্রাসীদের অস্ত্র মাথায় উঠে যায় এই অবস্থার নিস্তার চায়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই এনসিপির রাজনীতির মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মো. হানিফ, চাটখিল উপজেলা প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, রাশেদুল ইসলাম, মুফতি নাজমুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে নোয়াখালী-১ আসনে একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যারিস্টার ফারুকের সুস্থ ও গণমুখী রাজনীতির পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং শাপলা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
