
নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কাজিম উদ্দিন পাটোয়ারী বাড়ীতে পূর্ব বিরোধের জেরে সৌদি প্রবাসী নুর আলম সুমনের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রুনু আক্তার চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে একই বাড়ির খোরশেদ আলম, তাজুল ইসলাম, আলাউদ্দিন সহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুনু আক্তারের স্বামী সৌদি প্রবাসী নুর আলম সুমনের ক্রয়কৃত সম্পত্তির সীমানা পিলার ও টিনের বেড়া ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
এসময় অভিযুক্তরা বসতঘরে প্রবেশ করে রুনু আক্তারের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে রুনু আক্তারের দেবর দিদার হোসেনকেও পিটিয়ে আহত করা হয়। পরে রান্নাঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আরও প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রুনু আক্তার অভিযোগে বলেন, তাদের সঙ্গে মালিকানাধীন সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উক্ত জমি বিষয়ে নোয়াখালী আদালতের রায় তাদের পক্ষে থাকলেও বিবাদীরা তা অমান্য করে হামলা চালায়। হামলাকারীরা মামলা বা আইনের আশ্রয় নিলে প্রাণে হত্যার হুমকিও দেয়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে আরও হুমকি প্রদর্শন করে সরে যায়। পরে রুনু আক্তার ও তার দেবর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। স্বামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক অজয় দেবশীল বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
