

নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দর পুরের একটি বাসার তালা ও লোহার গ্রিল ভেঙে বাজারের ব্যবসায়ী রবিউল হোসেনের মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন সেপ্টেম্বর রাতে চাটখিল বাজারে ব্যবসায়ী রবিউল হোসেন তার বাসা পৌরসভা ৩নং ওয়ার্ডের সুন্দর পুর গ্রামের খোকন ম্যানসন এর নীচতলা থেকে ব্যবহৃত বাজাজ কোম্পানির লাল রঙের পালসার মোটরসাইকেলটি গেইটের তালা ও লোহার গ্রিল ভাঙে চুরি করে পালিয়ে যায় চোর চক্র।
এরপর অনেক খোঁজা-খুঁজির পর মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। উল্লেখ্য, গত একমাসে চাটখিলে বিভিন্ন স্থান থেকে পাঁচটি মোটসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে।
চাটখিল থানার সাব-ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন জানান, চুরি যাওয়া গাড়ি ও চোরদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইতিপূর্বে কয়েকজন আন্ত জেলা মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পেরন করেছে চাটখিল থানা।
তবে চুরি ঠেকাতে থানা পুলিশ সক্রিয় থাকলেও এক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরচক্র। বিভিন্ন পদ্ধতিতে তারা বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল নিয়ে উধাও হচ্ছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ধারণা এই চোরদের পিছনে শক্তিশালী চক্র কাজ করছে।