

নোয়াখালীর বার্তা ডটকমঃ রোগীর সাথে ছাড়ের অফার দিয়ে প্রতারণা অভিযোগে নোয়াখালীর শীর্ষ বেসরকারি হাসপাতাল প্রাইম হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করে অর্থদণ্ড দেন।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতালের কয়েকজন স্ট্যাফ। পরে ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক ও সাংবাদিকদের কাছে ক্ষমা চান হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে অসদাচারণকারীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রাইম হাসপাতালের চেয়ারম্যান শামীমা জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একজন ভোক্তার তথ্যের ভিত্তিতে রাতে প্রাইম হাসপাতালে অভিযান চালানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকটি স্বাস্থ্য পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ওই ভোক্তাকে ছাড় দেয়নি। পরে তার অভিযোগের সত্যতা পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।