

সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলের পৃথক স্থান থেকে ৩৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে আটককৃত আসামি গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রবিবার রাত ০৯.৩০ মিনিটে উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম মিজি বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানের পিছন থেকে একই বাড়ির শফিউল্লাহর ছেলে কবির হোসেন ভুলু (৩৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক শামছুল আমিনের নেতৃত্বে একটি টিম।
একই দিন রাত ১১.১৫ মিনিটে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে পূর্ব পরকোটের শহিদ উল্যার ছেলে মাইন উদ্দিন ৩৫ কে ৩১ পিস ইয়াবা সহ আটক করে চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন নেতৃত্বে একটি টিম।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।