
সাইফুল ইসলাম রিয়াদ: ব্যবসায়ীদের সম্মানে নোয়াখালীর চাটখিলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির চাটখিল উপজেলা শাখার আয়োজনে পৌরবাজারের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফ-এর চাটখিল উপজেলা সভাপতি ডা. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর নোয়াখালী জেলা সভাপতি নাসিমুল গনি চৌধুরী মোহল।
আইবিডব্লিউএফ চাটখিল উপজেলা শাখার সম্পাদক নেছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর চাটখিল উপজেলা শাখার উপদেষ্টা ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক খোরশেদ আলম, আমানত হজ ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম, মাস্টার আবদুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে চাটখিল উপজেলার শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
