অন্যান্য, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 12th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6310 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ একের একের পর এক বাল্য বিয়ে প্রতিরোধ হচ্ছে চাটখিল উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলমের দৃঢ হস্তক্ষেপে গত কয়েকদিনে ৮ টি বাল্য বিয়ে প্রতিরোধ করে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্প্রতিবার প্রতিরোধ করা হলো নবম বাল্য বিয়ে।
গতকাল (বুধবার) রতেই ইউএনওর কানে পৌছে যায় উপজেলার দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার লিজার গায়ে হলুদের অনুষ্ঠান চলার খবর। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে লিজাকে বাল্য বিয়ে না দিতে অনুরোধও জানান। তারপরেও চলে আজ বৃহস্পতিবার বিয়ের নানা আয়োজন। এই নিয়ে ইউএনও দিদারুল আলম বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে জরুরী বৈঠক করেন এবং বৈঠকৈ সিদ্ধান্ত নিয়ে লিজাদের বাড়ি উপজেলার দশঘরিয়া গ্রামের জয়নাল মাষ্টারের বাড়িতে গিয়ে লিজার বাবা তাজুল ইসলামের মুচলেকা নিয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন। এ সময় বিয়ের অতিথিদের জন্যে রান্না করা খাবারগুলি পাশ্ববর্তী এতিমখানাতে পাঠিয়ে দেয়া হয়।
লিজাদের বাড়িতে এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা জহুর আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মুন্না সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply