নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউপির মুকবুল চৌধুরীর হাট সংলগ্ন মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার নাম ভাঙ্গিয়ে সিএনজি যোগে হ্যান্ডবিল ও মাইকে প্রচারণার মাধ্যমে অবৈধ ভাবে যাত্রায় অশ্লীল নৃত্য, মাদক ব্যবসা ও রমরমা জুয়ার আসর চালানোয় ফুঁসে উঠছে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক ৭১ এর মুক্তিযোদ্ধা কমান্ডার অভিযোগ করেন যে, প্রতি বছরের মত এবারও ২৪ ফেব্রুয়ারি থেকে একদল বখাটে যুবক কবিরহাট উপজেলার মুকবুল চৌধুরীর হাট সংলগ্ন ফসলী জমিন দখল করে মুক্তিযুদ্ধের বিজয় মেলার নামে যাত্রায় অশ্লীল নৃত্য, মাদক ব্যবসা ও জুয়ার আসর বসিয়ে এলাকার কোমলমতি যুবকদের বিপথগামী করছে। এ মেলার কোন অনুমতি নেয়া হয়নি। দিনভর বন্ধ রেখে রাত ৯টার পর থেকে শুরু হয় মেলার নামে এসব কর্মকান্ড।
সোমবার রাতে এ প্রতিনিধিসহ জেলার একদল সাংবাদিক সরেজমিনে গিয়ে যাত্রা, অশ্লীল নৃত্য,যাত্রা প্যান্ডেলের এক কোণে ইয়াবা ও দেশীয় মদ বিক্রি এবং প্যান্ডেলের বাহিরে ৮টি জুয়ার আসর দেখতে পেয়েছে। মেলার নিরাপত্তায় সিএনজি যোগে আসেন ৪ জন পুলিশকেও দেখা গেছে। মেলার সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে মেলার বৈধ অনুমতি আছে কিনা জানতে চাইলে সে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কথা বলে হুমকি ধমক দেয়। এ ব্যাপারে কবিরহাট থানার অফিসার ইনচার্জ কে জিজ্ঞাসা করলে তিনি সাফ জবাব দেন অনুমতির জন্য আবেদন করেছে তা থানা থেকে ফরোয়াডিং দিয়ে পাঠানো হয়েছে। তবে এখনও অনুমতি পাওয়া যায়নি। তবে মুক্তিযুদ্ধের মেলার নাম ভাঙ্গিয়ে অসামাজিক কর্মকান্ড চলার খবর তার কাছে নেই বলে জানান। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম জানান, এ মেলার কোন অনুমতি নেই। কিভাবে এ মেলা চলছে তা জেলা প্রশাসনের জানা নাই।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জানান, এ ব্যাপারে ইতিমধ্যে পুলিশ প্রশাসন জানতে পেরেছে এবং আজই তা বন্ধ করে দেয়ার জন্য ওসি, কবিরহাটকে নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তন্ময় দাস জানান, সাংবাদিকদের মাধ্যমে এ অবৈধ মেলার সংবাদ পেয়েই তা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং অনুমতি না নিয়ে কিভাবে মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে মেলার আয়োজন করেছে তা খতিয়া দেখা হচ্ছে। এ ব্যাপারে মুকবুল চৌধুরীর হাট মুক্তিযোদ্ধা বিজয় মেলার পরিচালক আবুল কালামের ০১৮২৪৪৬৯৮৮১ নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান, অনেক ব্যয়বহুল খরচে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আকর্ষণে প্রতিদিনই বাংলাদেশ চলচ্চিত্র রোমান্টিক চিত্রনায়ক মীর রুবেল ও চিত্র নায়িকা মুনমুন সহ রাত্রিকালীন নাইটশোতে থাকে।