নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে সিজার অপারেশানের পর নিহত গৃহবধুর মৃত্যুর খবর নিয়ে মিথ্যা প্রোপাগন্ডা ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে চাটখিল স্কয়ার হাসপাতাল কতৃপক্ষ।তারা বলছেন গাইনী বিশেষজ্ঞ ডা, তিথি আজিজ ও তাদের হাসপাতালকে ঘিরে মিথ্যা অপপ্রচার চালিয়েছে কতিপয় একটি স্বার্থনেশী মহল।
এ দিকে নিহতের স্বামী আনোয়ার হোসেনও দাবি করেছেন তার স্ত্রী আমেনা বেগমের মৃত্যুতে ডাক্তার তিথি আজিজ ও স্কয়ার হাসপাতালের কোন হাত নেই। তিনি এ ব্যপারে কারো কাছে কোন অভিযোগও করেননি।
গণমাধ্যমে পাঠানো এক অঙ্গিকার নামায় তিনি এই মন্তব্য করেন। চাটখিল স্কয়ার হাসপাতাল কতৃপক্ষ আরো বলছেন, সিজারিয়ান অপারেশানের পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো গৃহবধু আমেনা বেগমের মৃত্যু হয় মাঈজদী থেকে ঢাকা নেওয়ার পথে। কিন্তু মিডিয়ার কতিপয় ব্যক্তি আমাদের কাছে টাকা দাবি করে না পেয়ে আমাদের স্বনামধন্য হাসপাতালের বিরুদ্ধে নানা প্রপাগন্ডা ছড়ানোর চেষ্টা করে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার বিকেলে স্কয়ার হাসপাতালে রামগঞ্জের আমেনা (৩২) নামের এক গৃহবধুর সিজার অপারেশান করেন ডা. তিথি আজিজ। পরে ওই রোগীর শাররীক অসুস্থতা বেড়ে গেলে তাকে মাঈজদীতে পাঠানো হয় এবং সেখান থেকে রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।