নোয়াখালীর বার্তা ডটকমঃ মেরিকার নিউইয়র্কে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল জয় উপলক্ষে কোয়ালিফাইড কন্সট্রাকশন এর সত্ত্বাধিকারী বৃহত্তর নোয়াখালী সোসাইটির যুগ্ম-সম্পাদক রুবেল চৌধুরী এবং মো: সাহাব এর উদ্যোগে এক ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিন এর ফুল্টনে অনুষ্ঠিত ৫০০ লোকের ভূরিভোজে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বাংগালী কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ।

আয়োজনে সার্বিক পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, নিউইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নামে খ্যাত কনক চৌধুরী , সুমন হক এবং আবু তাহের।

পরিচালনার কমিটির অন্যতম সদস্য কনক চৌধুরী জানান, অনেক আগেই এ আয়োজন করার কথা ছিলো। আমাদের এই অনুষ্ঠানটি ছিলো মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী হলে উটের মাংস দিয়ে ভূরিভোজের আয়োজন হবে, কিন্তু অনেক চেষ্টা করেও উটের মাংস সংগ্রহ করতে না পারায় দেরি হয়েছে।

অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীরা জানান , মেসির হাতেই বিশ্বকাপটি উঠেছে। তাই আজকে পাঁচ শতাধিক মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়েছে। সদ্য সম্পর্ন হওয়া বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময়েও কোয়ালিফাইড কন্সট্রাকশন এর পক্ষ থেকে ফুটবল প্রেমিদের খেলা দেখানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিলো। তারা বরাবরই বাংগালী কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী তাদের এই ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে।

উল্লেখ্য , কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ জিতে নিল আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জয় করেছিলো আর্জেন্টিনা।