

সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিলে নুরানি তালিমুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) চাটখিল পৌরসভা ৩ নং ওয়ার্ডে অবস্থিত সুন্দরপুর দারুল উলুম মাদ্রাসায় দিনব্যাপী এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা কারী ইসমাইল হোসেন বেলায়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর দারুল উলুম মাদ্রাসার সভাপতি আহসানুল হক মাসুদ।
চাটখিল উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন বোর্ড এর নোয়াখালী জেলা সভাপতি মাওলানা কারী হারুনুর রশিদ, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন জসিম প্রমুখ।
উক্ত দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নুরানি মাদ্রাসার শিক্ষক অংশগ্রহণ করেন।