
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার কাঁকড়াপাড়া বাইতুল আমান মডেল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম সবক, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারী সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাঁকড়াপাড়া বাইতুল আমান মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় আব্দুল হালিম বিএসসির সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলাম ও ওসমান গনির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াহিয়া ও সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল, বাইতুল আমান মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুর উদ্দিন। আরো বক্তব্য রাখেন বাইতুল আমান মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এসময় ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
