নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল সাতটার সময় ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি গ্রুপ পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।
তিনি বলেন, এসময় গুরুতর আহত আরও ১৮ শ্রমিককে উদ্ধার করে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আনার পথে তিন জনের মৃত্যু হয় এবং আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।