নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়ন থেকে শাহ আলম (৫৮) নামের চা দোকানদারেের হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি করেছেন চাটখিল থানা পুলিশ।
নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে বলেন, চাটখিলে চা দোকানদার শাহ আলম একই এলাকার ইয়াছমিনকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেওয়ায় ইয়াসমিন বিষয়টি সহ্য করতে না পেরে তার ছেলে শান্তকে জানালে সে তার বন্ধুদের দিয়ে তাকে রাত ১টায় তাকে ডেকে এনে লাঠি দিয়ে আঘাত করে প্রথমে অজ্ঞান করে পরে তাকে হত্যা করা হয়।
তিনি আরো জানান,আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদের চিহ্নিত করি। এবং এ ঘটনায় ইয়াসমিন ও তার ছেলে শান্তকে(১৯) আটক করা করা হয়। এবং একই সাথে হত্যার সাথে সম্পৃক্ত লাঠিটি ও উদ্ধার করি।
ইয়াসমিন আক্তার(৩৫)মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের শাহ আলমের স্ত্রী। তার স্বামী কুয়েত প্রবাসী।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিহত চা দোকানদার শাহআলমকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে দুপুরে শাহ আলমের চা দোকান থেকে একশত গজ দূরের একটি দোকানের পিছনের পরিত্যক্ত জায়গায় তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।