নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিলের নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামে আমেরিকা প্রবাসী গোফরান মিঞার রহস্যজনক মৃত্যুর ঘটনাকে পরিকল্পিতভাবে হত্যা করার জোর দাবি করেছে তার পরিবার স্বজন এবং এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ দাফনের আগে স্থানীয়দের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তার বড় সন্তান নুর আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, নিহতের স্বজন এডভোকেট রুবামা নুর সুইটি প্রমূখ।
মানববন্ধনে নিহতের বড় ছেলে নুর আলম তার বক্তবে বলেন, তার বাবা সব সময় বলতেন দেশে গেলে তাকে হত্যা করা হবে। তারপরও দেশের মায়ায় তিনি দেশে আসেন। বক্তব্য দেয়ার সময় নুর আলম কান্নায় ভেঙ্গে পড়েন।
বক্তারা একে পরিকল্পিত হত্যা দাবি করে খুনিদের খুঁজে বের করে রাষ্ট্রের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত যে, গত বৃহস্পতিবার দুপুরে নিজের গ্রামের বাড়ি সানোখালী থেকে গোফরান মিঞার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার সন্তানেরা আমিরিকা থেকে গ্রামে আসলে দীর্ঘ ৬ দিন পর মঙ্গলবার তার গ্রামের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।