নোয়াখালীর বার্তা ডটকমঃ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
পরে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের শতাধিক সাংবাদিকের অংশগ্রহনে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার সহ বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন- সাংবাদিক বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান চৌধুরী, মেজবাউল হক মিঠু, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, আকাশ, জসিম, জামাল হোসেন বিষাদ, মানিক ভূঁইয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন- সাংবাদিক সাইফুল্যা কামরুল, মাহবুবুর রহমান, মোতাসিম বিল্লাহ্ সবুজ, আলা উদ্দিন শিবলু, ইকবাল হোসেন সুমন, মুলতানুর রহমান মান্না, কামরুল ইসলাম কানন, মিজানুর রহমান রিয়াদ, আরেফিন শাকিল, সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।