নোয়াখালীর বার্তা ডটকমঃ বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।
নোয়াখালীর এসপি জানান, ওসি মিজানুর রহমানকে প্রশাসনিক কারণে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ওসি মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রশাসনিক তদন্ত চলছে।
সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি ওসি মিজান সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে মোবাইলে থানায় ডেকে নিয়ে তার রুমের দরজা বন্ধ করে অকথ্য ভাষায় গালাগাল করে রোল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগ নিয়েও গালমন্দ করেন ওসি। ঘটনার প্রতিবাদে গত ২২ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়, পরে একই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টি।