নোয়াখালীর বার্তা ডটকমঃ একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরপারসনসহ নোয়াখালীতে নতুন করে আরো ৪১ জনের শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২২৭ জন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক ও একজন কর্মচারি ছাড়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪১ জন। তার মধ্যে জেলার সদর উপজেলায় ১০ জন, বেগমগঞ্জে ১৮ জন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক সহ ৪ জন, সেনবাগে চারজন ও হাতিয়ায় একজন।
আক্রান্তদের মধ্যে একজন সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। তাদের সংস্পর্শে আসা বাকিদের নমুনা সংগ্রহ করা হবে।
উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা:
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৭জন। বেগমগঞ্জে ১২৩ জন, সদরে ২৬ জন, কবিরহাটে ২০ জন, চাটখিলে ২০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, হাতিয়ায় ছয়জন, সেনবাগে সাতজন, কোম্পানীগঞ্জ পাঁচজন ও সুবর্ণচর উপজেলায় পাঁচজন। এদের মধ্যে মারা গেছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে রাজমিস্ত্রি মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের একজন কৃষক। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬জন।