সাইফুল ইসলাম রিয়াদঃ পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই মুদি ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাটখিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর বাজারে অভিযান পরিচালনা করে বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে পেঁয়াজ মজুদকরণ এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে
সুমন ষ্টোরকে ১৫ হাজার, বেলাল ষ্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চাটখিল উপজেলা নিবার্হী কর্মকর্তা দিদারুল আলম।