নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া বিদ্যানিকেতনের ২০১৬ সালের এসএসসি সহপাঠিদের নিয়ে গড়া সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যানে আমরা’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।
মাত্র ১ বছর আগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এই সংগঠনটির সদস্যরা নিজেদের পরিবার থেকে দেয়া খরচের টাকা বাঁচিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের জামা উপহার দিয়ে অনন্য উদহরন তৈরী করে সে সাথে দরিদ্র শিক্ষার্থীদের ফরম পিলাফের টাকা প্রধান, বৃক্ষ রোপন কর্মসূচী, বেশ কয়েকটি ফ্রি ব্লাড গ্রুপ শনাক্তকরন ক্যম্পাইন সহ নানা রকম সামাজিক কাজের মাধ্যমে মানবতার অনন্য উদহরণ তৈরী করেছে তারা।
বৃহস্পতিবার সকালে আবির পাড়া বিদ্যানিকতে অনুষ্ঠিত এই বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন, আবিরপাড়া বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভুইয়া,
সাংবাদিক কামরুল ইসলাম কানন,
বক্তব্য রাখেন:-
প্রভাষক রুবেল মিয়া
শিক্ষক জাকির হোসেন,
মিজানুর রহমান মজুমদার, আবু জায়েদ, ফয়সাল প্রমূখ।
সাইফুল্লাহ মামুনের সভাপতিত্বে
উক্ত বর্ষপূর্তী অনুষ্ঠানে সংগঠনেরর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,নাজমুল ইসলাম নাইম(সাধারন সম্পাদক,মানবতার কল্যানে আমরা)
রাশেদুল ইসলাম(উপদেষ্টা)।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন,
মাহমুদুল আমিন পিংকু(উপদেষ্টা)
শাহাদাত হোসেন নিশাত(সাংগঠনিক সম্পাদক)।
আমন্ত্রিত অতিথিরা সংগঠনটির কর্মীদের ভুয়সী প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান।