মিজানুর রহমানঃ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে লক্ষ্মীপুরের রায়পুরে, রায়পুর পৌরসভা নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা রয়েছে। তবে তফসিল ঘোষণার আগেই মনোনয়ন প্রত্যাশীদের ছবি ছাপিয়ে পোস্টার ব্যানার লাগানো শুরু হয়ে গেছে। নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজও বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তার মধ্যে অন্যতম সকলের প্রিয় মুখ ও যুব সমাজের আইকন সাবেক ছাত্রনেতা মোঃ গিয়াস উদ্দিন রুবেল ভাট৷ রায়পুরের সর্বস্তরের জনগন চায় আগামীর পৌর মেয়র হিসাবে৷
প্রার্থীদের মধ্যে সমাজসেবক ও শিক্ষানুরাগী গত কয়েকদিন যাবত রায়পুর পৌরসভার ভিবিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন,চুষে বেড়াচ্ছেন প্রতিটি ওয়ার্ড পাড়া মড়ল্লা এ সময় তিনি প্রত্যেক ওয়ার্ডের দলিয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন,প্রচার প্রচারনা কালে দেখা যায়, ব্যবসায়ী, যুব সমাজ সহ পৌরসভার সকল ভোটার তাকে সাধরে গ্রহন করে৷
মোঃ গিয়াস উদ্দীন রুবেল ভাট বলেন,আমি দলিয় মনোনয়ন পেলে নির্বাচন করব এবং নির্বাচিত হলে-নিজে দূর্ণীতি করি না এবং কখনো করবো না ও কাউকে করতে দিবো না,পৌর ট্যাক্স নির্ধারন, রাস্তা ঘাট নির্মাণ, প্রধান রাস্তাগুলোর টেকসই উন্নয়ন করা, নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা, নাগরিক সেল গঠন, ডাকাতিয়া নদীর পৌরসভা অংশের দখল ও দুষন মুক্ত করে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। নদীর দু’পাশে ওয়াক ওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধন করা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার পাশাপাশি মানুষের মুল্যায়ন, সম্মান, ন্যায় বিচার করা ও মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি পৌরবাসীর নার্য্য সেবা বলতে যা বুঝায়, তা শতভাগ করার চেষ্টা করবো৷
তিনি আরো বলেন,প্রস্তাবিত পৌর শিশু পার্কের কাজ দ্রুত সমাপ্ত করা। পাবলিক টয়লেট স্থাপন। পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতাভুক্ত। দুস্থ, অসহায়, চিকিৎসাহীন, কণ্যাদায়গ্রস্থদের সাহায্যে স্থায়ী ফান্ড সৃষ্টি করা। কেন্দ্রীয় ঈদগাহ, পাঠাগার, স্কীল ডেভেলপমেন্টের জন্যে কম্পিউটার ও কারিগরি সেন্টার প্রতিষ্ঠা করা। মাদকসক্ত তরুণ সমাজকে রক্ষায় প্রতিটি ওয়ার্ডে মাদক নির্মুল কমিটি ,টেন্ডার কার্যক্রমের স্বচ্ছতা রাখা। মসজিদ, মাদরাসা ও মন্দির উন্নয়নে কার্যকরী পরিকল্পনা গ্রহন। বাজারের যানজট নিরসন ও হকার মুক্ত ব্যবস্থা করা। পৌরসভায় স্থায়ীভাবে সাপ্তাহিক গবাদিপশুর হাটের ব্যবস্থা করা ইত্যাদি। এবং দলের নেতা কর্মীদের সুসংগঠিত ও যুগোপযোগী করে দলকে আগামী দিনের জন্য তৈরী করার সর্বাত্মাক ভূমিকা রাখব, সবশেষে তিনি বঙ্গবন্ধুর আদর্শেই রায়পুরের মেয়র তথা জনপ্রতিনিধি হতে চান এবং সকলের সহযোগিতা চেয়েছেন মোঃ গিয়াস উদ্দীন রুবেল ভাট৷
পৌর ভোটার নুরনবী বলেন, আমি পরিবর্নত চাই রায়পুর পৌরসভার মেয়র পদে একজন একজন ন্যায় পরায়ণ লোকের খুব প্রয়োজন ছিলো, আমি তাকে পেলাম আশা করি রুবেল ভাই নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবে৷ ( ছবি আছে) দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রচারনা চালাচ্ছে গিয়াস উদ্দীন রুবেল ভাট৷(